By: ড. মোক্তার হোসেন
Category:general
BDT 600.00
BDT 504.00
In Stock (20 copies available)
স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Add to wishlist
Title | জাভা প্রোগ্রামিং এটুজেড (পেপারব্যাক) |
Author | ড. মোক্তার হোসেন |
Publisher | সিসটেক পাবলিকেশন্স |
ISBN | 9789849181774 |
Edition | 3rd |
Page Number | 448 |
জাভা একটি জনপ্রিয় প্রোগ্রাম ভাষা। একে বলা হয় ইন্টারনেটের ভাষা। জাভা একটি পূর্ণাঙ্গ অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রাম ভাষা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য এবং কৌশল শিক্ষা এবং শিক্ষণের জন্য একাডেমিক ল্যাংগুয়েজ হিসেবে জাভা ব্যবহৃত হয়। আর কর্পোরেট জগতে এন্টারপ্রাইজ এপ্লিকেশন ডেভলপমেন্টের এবং সেলিনিয়াম অটোমেশন ইঞ্জিনিয়ারিং এর জন্য জাভা-র ব্যবহার জনপ্রিয়। এজন্য বর্তমানে দেশ-বিদেশে জাভা প্রোগ্রামিং এর দ্রুত প্রসার ঘটে চলেছে। এই পুস্তকে জাভা ভাষায় অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং বিষয় বিশদভাবে আলোচনা করা হয়েছে। পুস্তকটির কয়েকটি উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য হলঃ • উদাহরণের সাহায্যে জাভা ভাষার প্রোগ্রামিং পদ্ধতি উপস্থাপন • অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং বিষয়ে বিশদ বর্ণনা • নমুনা ফলাফলসহ শতাধিক জাভা প্রোগ্রাম সংযোজন • শতাধিক চিত্র, স্ক্রিনশট এবং ভিডিও লিঙ্ক • জটিল বিষয় মনে রাখার কৌশল বর্ণনা • ইন্টারভিউ প্রশ্নোত্তর এবং সোর্স কোড। জাভা, সেলিনিয়াম, অটোমেশন এবং অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং বিষয়ে আগ্রহী সব বয়সের শিক্ষার্থীদের জন্য পুস্তকটি রচনা করা হয়েছে। স্নাতক শ্রেণী এবং ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা পুস্তকটি পড়ে উপকৃত হবেন। সল্পকালীন ট্রেনিং এবং সার্টিফিকেট কোর্সের জন্য পুস্তকটি ব্যবহার করা যাবে। অনেক সময় একটি চিত্র বা স্ক্রিনশট হাজারো বাক্যের বর্ণনা অপেক্ষা বেশি কিছু প্রকাশ করে এবং একটি ভিডিও শত-সহস্র স্থিরচিত্রের সমন্বয়ে গঠিত হয়। উপস্থাপিত তথ্যকে সহজবোধ্য করার জন্য এই পুস্তকের সর্বত্র অনেক চিত্র এবং স্ক্রিনশট সংযোজন করা হয়েছে। আশা করা যায়, নবীন এবং অভিজ্ঞ প্রোগ্রামারদের এতে অনেক উপকার হবে। জটিল এবং প্রয়োজনীয় অনেক বিষয় বুঝানোর জন্য পাঠকের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে ভিডিও প্রকাশ করা হবে। নমুনা প্রজেক্টসহ এই পুস্তকের সকল প্রোগ্রামের সোর্স কোড ডাউনলোড করার জন্য https://github.com/icterguru/JavaProgrammingA2Z ওয়েব সাইট ভিজিট করুন। আর প্রকাশিতব্য ভিডিও দেখার জন্য গিটহাব উক্ত প্রজেক্টে প্রদত্ত Useful_Links.html ফাইলে কিংবা ইন্টারনেটে / ইউটিউবে সার্চ করুন। এই পুস্তকটি রচনার মূল উদ্দেশ্য হলো কমপিউটার প্রোগ্রামিং এবং অটোমেশন ইঞ্জিনিয়ারিং শেখা/চৰ্চার আগ্রহীদের বাস্তব জীবনের ব্যবহার উপযোগী প্রোগ্রাম ডিজাইন এবং ডেভেলপ করার পথ-নির্দেশনা দেয়া। আর এজন্য সহস্ৰাধিক পাতার দামী পুস্তক রচনা/প্রকাশ করতে হয়। তবে এরূপ একটি পূর্ণাঙ্গ পুস্তক রচনা করা সহজ ব্যাপার নয়। এজন্য অনেক মেধার, সময়, সাধনা, ধৈৰ্য্য, ক্রিয়েটিভিটি এবং ব্ৰতের প্রয়োজন হয় যা ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকের পক্ষে সম্ভব হয়ে উঠে না। অনেক সময় এসব কাজে ব্যয়িত সময়ের তুলনায় অর্থ প্রাপ্তি খুবই সামান্য হতে পারে। বিশেষ করে সময় এবং ধৈৰ্যের অভাবে অনেক মেধাবী, ক্রিয়েটিভ, সফল এবং নামকরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার পুস্তক লিখতে পারেন না। কিন্তু তাঁরা যদি এগিয়ে আসতেন তবে দেশ-বিদেশে অবস্থানরত অনেক বাংলাভাষী ভাই-বোন সফল প্রোগ্রামার এবং অটোমেশন ইঞ্জিনিয়ার হতে পারতেন। পুস্তকটি তাঁদের অনেকের জন্য অনুপ্রেরণার কারণ হতে পারে। পুস্তকটি রচনার জন্য অসংখ্য পুস্তক, ভিডিও এবং ইন্টারনেট রিসোর্সের সহায়তার প্রয়োজন হয়েছে। সংশ্লিষ্ট লেখক ও প্রকাশকগণের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের ঐকান্তিক চেষ্টার পরও পুস্তকটিতে কিছু অসঙ্গতি ও ত্রুটি রয়েছে। আর এই স্বল্প পরিসরে জাভা-র মত একটি বি-শা-ল প্রোগ্রাম ভাষার গুরুত্বপূর্ণ সব বৈশিষ্ট্য আলোচনা করা সম্ভব হয়ে উঠেনি। পরবর্তী সংস্করণে এসব অসঙ্গতি ও ত্রুটি সংশোধন এবং পুস্তকটির কলেবর বৃদ্ধির আশা রাখি। সৃজনশীল পাঠক এসব ক্ৰটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে আমরা কৃতজ্ঞ হব। পুস্তকটির বিষয়ে সুহৃদয় পাঠকদের পরামর্শ ও দিকনির্দেশনা সাদরে গৃহীত হবে। অনেক ব্যস্ততার মধ্যেও পুস্তকটির কাজ শেষ করতে পেরে মহান আল্লাহ-র কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। ড. মোক্তার হোসেন, ইউএসএ-বাংলাদেশ