By: সাহাদত হোসেন খান
Category:general
BDT 800.00
BDT 640.00
In Stock (20 copies available)
স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Add to wishlist
Title | রোমান থেকে বাইজেন্টাইন |
Author | সাহাদত হোসেন খান |
Publisher | আফসার ব্রাদার্স |
ISBN | 978-984-8018-20-2 |
Edition | 1st |
Page Number | 592 |
রোমান সাম্রাজ্য কত বড় বা কত ছোট জানতাম না। না জেনে, না বুঝে লেখা শুরু করে দেই। ২০২১ সালে চুয়ান্নতম সম্রাট কন্সটান্স পর্যন্ত লিখে দেখি পৃষ্ঠা সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৫। একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা তার চেয়ে বেশি হওয়া উচিত নয়। তাই যাত্রাবিরতি করি। কিন্তু বইয়ের নাম দেবো কি সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছিলাম না। দেখতে পেলাম যে, আমাকে আরো কয়েক খণ্ড লিখতে হবে। কিন্তু আমি বইয়ে কোনো খণ্ড উল্লেখ করিনি। নামকরণ করি ‘রোমান সাম্রাজ্য।’ কিন্তু এ বইয়ে পুরো রোমান সাম্রাজ্যের ইতিহাস নেই। অর্ধেক পথও পাড়ি দিতে পারিনি। তাই পুনরায় রোমান সাম্রাজ্যের বাদবাকি পথে হাঁটতে শুরু করি। এবার শুরু করেছি পচান্নতম সম্রাট কন্সটান্টিয়াস থেকে। একশো দশম সম্রাট আর্টাবাসডেসে আসা মাত্র প্রকাশক আলমগীর হোসেন থামার সংকেত দেন। কলকাতা বই মেলায় বই যাবে। তাই থামার ইচ্ছে না থাকা সত্ত্বেও থেমে গিয়েছি। থামানো না হলে আমি আমাদের ২০২৩ সালের একুশে বইমেলার আগে প্রাপ্ত সময় পর্যন্ত লিখতে থাকতাম। তবে এ সময় ধরে লিখলেও রোমান সাম্রাজ্য নিয়ে লেখা শেষ হতো না। শেষ যখন করতে পারবো না তখন এবারের জন্য সম্রাট আর্টাবাসডেসে এসে থেমে যাই। আল্লাহ বাঁচিয়ে রাখলে ১৪৫৩ সালের ২৯ মে কন্সটান্টিনোপলের পতন পর্যন্ত লেখা চালিয়ে যাবো ইনশাল্লাহ। সন্দেহ নেই যে, প্রতিটি বইয়ের মতো এ বই লিখতে গিয়েও আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। জানার আগ্রহ থেকে বই লিখি। আমি এমন কথা বলতে পারবো না যে, আমি রোমান সাম্রাজ্যের যোগ্য লেখক অথবা সবকিছু লিখে ফেলেছি। বইটি লেখার সময় মনে মনে আল্লাহর কাছে শুধু প্রার্থনা করেছি যে, হে আল্লাহ, তুমি আমাকে মুসলিম এডওয়ার্ড গিবন বানিয়ে দাও। এডওয়ার্ড গিবনকে বাদ দিয়ে রোমান সাম্রাজ্যের ইতিহাস লেখা সম্ভব নয়। বইটি লিখতে আমি তাকে অনুসরণ করেছি সবচেয়ে বেশি। তবে অন্য লেখকদের অবমূল্যায়ন করিনি। সব লেখক আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।